সব চালু করার ব্যাপারে সিদ্ধান্ত আগামী রোববার

মহামারি করোনাভাইরাসের কারণে এক মাসেরও সময় ধরে বন্ধ দেশের সকল ধরণের প্রতিষ্ঠান। সীমিত আকারে গার্মেন্টস ফ্যাক্টরি খোলা হলেও বাকিসব আগের মতই। এবার সব চালু করে দিতে চায় সরকার। এ জন্য আগামী রোববার (৩ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় সভা ডেকেছে।

ওইদিন বেলা ১২টায় স্বাস্থ্য মন্ত্রনালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ সভার নোটিশ জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে দেয়া হয়েছে।

একইসঙ্গে উপস্থিত থাকতে বলা হয়েছে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), এফবিসিসিআই সভাপতি, বিজিএমইএ সভাপতি, ডিসিসিআই সভাপতি, বিকেএমইএ সভাপতি, বিটিএমইএ সভাপতি, এমসিসিআই সভাপতি এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে।

সভার নোটিশে জানানো হয়েছে, দেশের বিদ্যমান করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে কারখানা, গার্মেন্টস ফ্যাক্টরিসহ অন্যান্য শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান সীমিত আকারে চালু রাখা বিষয়ে আলোচনার জন্য আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর