আশুলিয়ায় গৃহবধু গণধর্ষনের আসামীদের ৪ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান

ঢাকার সাভারের আশুলিয়ায় চাঞ্চল্যকর গৃহবধু গণধর্ষণ মামলার চার আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে আশুলিয়া থানা পুলিশ তাদেরকে গ্রেফতারের পরে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়।পরে গ্রেফতারকৃত আসামীরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে বিজ্ঞ আদালত তাদের জেল-হাজতে প্রেরণ করেন।

গ্রেফতারকৃতরা হলো- আশুলিয়ার কাঠগড়া এলাকার সোহরাব শিকদারের ছেলে নূর মোহাম্মদ পলাশ (২১), সাহাবুদ্দীনের ছেলে মো. সুজন শিকদার (২০), হাজী আব্দুস সাত্তারের ছেলে মো. ফেরদৌস (২৫) ও ধামরাইয়ের জাঙ্গালিয়া গ্রামের মৃত মো. আলীর ছেলে কবির হোসেন (৩০)। এ ঘটনায় অভিযুক্ত আব্দুর রাজ্জাক (৩০) নামের আরও একজন এখনো পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত উল্লেখ্য, গত সোমবার (২৯ এপ্রিল) রাতে স্বামীকে নিয়ে নতুন বাসা খুঁজতে গেলে স্থানীয় বখাটেরা তাদের গতিরোধ করে স্বামীকে আটকে রেখে ওই গৃহবধূকে গণধর্ষণ করে। ওই গৃহবধূ পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আশুলিয়া থানায় এসে এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক কামরুল ইসলাম বলেন,, গ্রেফতারকৃতরা তাদের দোষ স্বীকার করে আদালতে ওই গৃহবধূকে ধর্ষণের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাদের কারাগারে প্রেরণ করা হয়। এ ঘটনায় পলাতক একজনকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ বলে জানান তিনি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর