ইবিতে পি.এইচ.ডি সেমিনার অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে “আধুনিক যুগে মুসলিম নারীর রাজনৈতিক নেতৃত্ব: একটি পর্যালোচনা শীর্ষক পি.এইচ.ডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ফ.ম আকবর হোসাইন। বিশেষ অতিথি ছিলেন গবেষণার তত্ত্বাবধায়ক দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ কে এম নূরুল আলম।

অধ্যাপক ড. মো. আব্দুল কাদির এর সঞ্চালনায় দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান সেমিনারে সভাপতিত্ব করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক সভাপতি ও থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. আব্দুর রহমান আনওয়ারী।

এছাড়া সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ সোলায়মান ও অধ্যাপক ড. মোঃ গোলাম মাওলা প্রমুখ। উল্লেখ্য উক্ত সেমিনারে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের পি.এইচ.ডি গবেষক শামীমা নাসরীন ‘আধুনিক যুগে মুসলিম নারীর রাজনৈতিক নেতৃত্ব শীর্ষক : একটি পর্যালোচনা প্রবন্ধ উপস্থাপন করেন বলে জানা যায়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর