নানার দেয়া নামে জগৎজোড়া শেখ মুজিবুর রহমান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, তার বাবা শেখ মুজিবুর রহমানের নানা শেখ আবদুল মজিদ। বাবা জন্ম নেয়ার পর তিনিই দাদিকে বলেছিলেন— তোমার ছেলের নাম শেখ মুজিবুর রহমান রাখলাম। এমন এক নাম রেখে দিলাম, এটি একদিন জগৎজোড়া হবে। বাবার নানার কথাই আজকে সত্যি, শেখ মুজিব নামটি বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে।

সোমবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতির পিতার ৯৯তম জন্মদিনের আলোচনায় তিনি একথা জানান।

শেখ হাসিনা বলেন, ‘অজপাড়া গায়ের সেই শিশুটি স্কুল জীবন থেকে সাধারণ মানুষের কথা ভেবেছে। তার ভেতরে মানুষের প্রতি প্রেম-ভালোবাসা, মানুষের কল্যাণ করার আকাঙ্ক্ষা প্রকাশ পেতো। যেটা আমার দাদির কাছে গল্প শুনতাম। এমন বাবা-মা তিনি পেয়েছিলেন, যারা কোনো দিন তার কাজে অভিযোগ-অনুযোগ করেননি, উৎসাহ দিয়েছেন।’

তিনি বলেন, ‘বাবা যখন প্রধানমন্ত্রী হয়ে মায়ের কাছে গেছেন, তখনও তিনি ছোট্ট শিশু হয়েই গেছেন। দাদি বাবাকে খাইয়ে দিতেন, বাবাও খেতেন। আমরা এটা নিয়ে হাসিঠাট্টা করতাম। একজন একদিন তার বাবার কাছে অনুযোগ করেছেন, আপনার ছেলে এগুলো কি শুরু করেছে, সেতো জেলে যাবে। তখন তার বাবা জবাবে বললেন, সেতো এগুলো দেশের জন্য করছে। ভাত খেলে ঘরের ভাত খাবে, না হয় জেলের ভাত খাবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমার মাকেও দেখেছি, কোনো দিন কোনো অভিযোগ-অনুযোগ করতেন না। সেই ছোট্ট শিশুটির নাম আজ বিশ্বে ছড়িয়ে। কারণ, তিনি একটি জাতিকে বন্দিদশা থেকে মুক্তি দিয়েছিলেন।’

আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ ও উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আজমত উল্যাহ খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর