স্থগিত হলো ১৭ তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা

করোনা মহামারির কারণে স্থগিত করা হয়েছে ১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষাও। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) রোববার (২৬ এপ্রিল) এই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে আদেশ জারি করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ।

আগামী ১৫ মে বেসরকারি শিক্ষক নিবন্ধনের প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তাদের জারি করা আদেশে বলা হয় অনিবার্য কারণবশত ২০২০ সালের ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট ও লিখিত পরীক্ষা স্থগিত করা হলো। পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে

অপরদিকে, ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলি ও লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলেও এখনও মৌখিক পরীক্ষা শুরু করা হয়নি। করোনা পরিস্থিতির কারণে এনটিআরসিএর সকল কার্যক্রম স্থগিত হয়ে পড়েছে বলে জানা গেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর