এবার কোন দেশে কত ঘণ্টা রোজা

বিশ্বের বেশ কিছু দেশে পবিত্র রোজা শুরু হয়েছে আজ শুক্রবার(২৪ এপ্রিল) থেকে। আর আমাদের দেশে রোজা শুরু আগামীকাল থেকে।

ভৌগোলিক অবস্থানের ভিন্নতার কারণে বিশ্বের বিভিন্ন দেশে রোজার দৈর্ঘ্যও হয় ভিন্ন ভিন্ন। উত্তর গোলার্ধের দেশগুলোর রোজার দৈর্ঘ্য হয় সবচেয়ে বেশি।

সবচেয়ে কম সাড়ে ১১ ঘণ্টা রোজা রাখবেন- নিউজিল্যান্ড, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া ও চিলির মুসলমানরা।

থাইল্যান্ড, শ্রীলংকা, ইয়েমেন ও ইথিওপিয়ায় ১৪ ঘণ্টা; মালয়েশিয়া ও সিঙ্গাপুরে সাড়ে ১৩ ঘণ্টা; ইন্দোনেশিয়া, এঙ্গোলা ও কেনিয়ায় ১৩ ঘণ্টা হবে রোজার সময়। ব্রাজিলে এই সময় সাড়ে ১২ ঘণ্টা, দক্ষিণ আফ্রিকায় ১২ ঘণ্টা।

বাংলাদেশ, ভারত, সৌদি আরব, ওমান, কাতার, সংযুক্ত আরব আমীরাত ও হংকংয়ের মুসলমানরা রোজা রাখবেন ১৫ ঘণ্টা।

কুয়েত, প্যালেস্টাইন ও জেরুজালেমে রোজা হবে সাড়ে ১৫ ঘণ্টা।

যুক্তরাষ্ট্র, জাপান, মরক্কো, ইরান, ইরাক, লেবানন, সিরিয়া ও পাকিস্তানে রোজার দৈর্ঘ্য হচ্ছে ১৬ ঘণ্টা।

সাড়ে ১৬ ঘণ্টা করে রোজা রাখতে হবে স্পেন, পর্তুগাল, তুরস্ক, ওত্তর কোরিয়া, চীন ও গ্রিসের মুসলমানদের।

আর অন্যদিকে, এবার সর্বচেয়ে বেশি ২০ ঘণ্টা রোজা রাখবেন– গ্রীণল্যান্ড, ফিনল্যান্ড ও নরওয়ের মুসলমানদের।

১৯ ঘণ্টা রোজার দৈর্ঘ্য সুইডেন ও জার্মানিতে।

ডেনমার্ক, পোল্যান্ড, যুক্তরাজ্য ও কাজাখাস্তানের মুসলমানদের রোজা রাখতে হবে সাড়ে ১৮ ঘণ্টা করে।

বেলজিয়াম ও সুইজারল্যান্ডে রোজার দৈর্ঘ্য ১৮ ঘণ্টা, রোমানিয়ায় সাড়ে ১৭ ঘণ্টা। আর রাশিয়া, ফ্যান্স, ইটালি ও আফগানিস্তানের ১৭ ঘণ্টা হবে রোজার দৈর্ঘ্য।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর