নারী তুমি

“নারী তুমি”

তাসনিম ইসলাম রিতু

নারী তুমি লিখিত কোন গল্প নউ,
তুমি আমার দেখা শ্রেষ্ঠ নারী হউ।

জন্ম থেকে শুরু হয় তোমার অজানা গল্প,
যে গল্পের কেউ তো খবর রাখে না অল্প,
ছোট কালে তুমি ছিলে বাবা-মায়ের জান
তাদের ইচ্ছে ছিলো তোমাকে সৎপাত্রে করবে দান।

তখন তুমি করতে শুধু রান্না-বাটি খেলা,
তাই বাবা মায়ের ইচ্ছেটা কে ভাবতে তুমি মেলা।

যে মেলায় দোলনা আছে, রেশমি কাঁচের চুড়ি,
বলতো সবাই থাকবে সেথায় রঙিন ইচ্ছে ঘুড়ি।

কেউ ভাবতো না তোমার কথা তুমি কি চাও?
বলল সবাই বউ হয়ে স্বামীর বাড়ি যাও,
চাপা রইল তোমার ইচ্ছে মনের এক কোণায়,
হঠাৎ একদিন বেজে উঠল তোমার বিয়ের সানাই,
ছাড়তে হলো তোমায়, তোমার বাবা মায়ের ঘর,
গেলে তুমি নতুন জায়গায় যেথায় সবাই পর,
সেই নারীকে আজ আমি মা বলে ডাকি,
এমন নারীর খুশির খেয়াল আমরা কি কখনও রাখি?

তাসনিম ইসলাম রিতু
কবি ও শিক্ষার্থী
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর