খাবারের খোঁজে তাদের ছুটে চলা

ভোরের সকলে যখন সূর্য উদিত হয় তখন আকাশ দেখায় নাটা করমচা ফুলের মত তখন সেই সময়ে পাখি বেড়িয়ে পড়ে দূর আকাশে খাবারের খোঁজে। দিন যত বাড়তে থাকে রোদ্রের উজ্জ্বল ঝঁলকানিতে পাখিরা কখনো কখনো উড়ে যায় বিল, ঝিল, নদী ডোবায়, কখনো উচু আকাশে দাড়িয়ে থাকা সেই বৃক্ষের কাছে। যখন খুব সকালে পাখির কিচিরমিচির শব্দে ঢেউ ওঠে তখন মুখরিত হয় পরিবেশ। সেই নিবিড় পরিবেশে নেই কোন রিক্ততার ছোঁয়া।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর