ইবিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

ইসলামি বিশ্ববিদ্যালয়ে (ইবি) “জাতীয় আইনগত সহায়তা দিবস” পালিত হয়েছে।

দিবসটি উদযাপনের লক্ষ্যে “বিনামূল্যে লিগাল এইডে আইনি সেবাদান বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।এসময় র‍্যালিতে ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক মেহেদি হাসান,বনানী আফরিনসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন বলে জানা যায়।

এদিকে র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা আইনগত সচেতনতা ও বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।বক্তারা বলেন লিগ্যাল এইড রাষ্ট্রের সুবিধাবঞ্চিত মানুষের আইনগত অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।দিবসটি গণসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা মনে করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর