ইবিতে নুসরাত হত্যার প্রতিবাদে পথনাটক

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ল অ্যাওয়ারনেস এ্যান্ড ভ্যালুস ডেভেলপমেন্ট সেন্টারের আয়োজনে এবং ইবি থিয়েটারের পরিবেশনায় নুসরাত হত্যা ও দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও যৌন হয়রানির প্রতিবাদে পথনাটক “বিচার চাই” মঞ্চস্থ হয়েছে। শনিবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এটি মঞ্চস্থ হয়।

নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন বাংলা বিভাগের ছাত্র এনামুল হক এবং লোক প্রশাসন বিভাগের ছাত্র আদনান হোসাইন চৌধুরী। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন তন্ময় হাফিজ,পিয়াস,আশফিকা,পপি,কৌশিক,রেদওয়ান, ইমরান,রিফাত প্রমুখ।

এসময় উপস্থিত সকলে নুসরাত হত্যার দ্রুত বিচার দাবী করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর