দীর্ঘ ২৭ বছর কোমায়, অলৌকিক ভাবে বেঁচে উঠলেন মহিলা

সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক নারী দীর্ঘ ২৭ বছর কোমায় থাকার পর আশ্চর্যজনকভাবে জেগে উঠেছেন।

বিবিসির প্রকাশিত এক সংবাদ থেকে জানা যায়, ২৭ বছর আগে ৩২ বছর বয়সে মুনিরা আবদুল্লা নামের ওই নারী দুর্ঘটনার শিকার হন। গাড়িতে করে স্কুল থেকে তার বাচ্চাকে তুলতে যাওয়ার সময় তার গাড়ির সঙ্গে এক বাসের সংঘর্ষ ঘটে। একই গাড়িতে ছিলেন তার চার বয়সী ছেলে ওমর ওবেয়ার। মায়ের কোলে থাকায় ওমর মারাত্মক আহত হওয়া থেকে বেচে যান।

দুর্ঘটনার পর মুনিরা আবদুল্লাকে স্থানীয় এক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল। পরে তাকে লণ্ডনে ও সেখান থেকে আবার সংযুক্ত আরব আমিরাতে ফিরিয়ে নিয়ে বিভিন্ন হাসপাতালে রাখা হয়। একটি টিউবের মাধ্যমে খাবার খাইয়ে তাকে জীবিত রাখা হচ্ছিল।

২০১৭ সালে সরকারি অনুদানের অর্থে তাকে নিয়ে যাওয়া হয় জার্মানিতে। সেখানে তার ওপর কিছু অস্ত্রোপচার ও পরে কিছু ঔষধ প্রয়োগ করা হয় যাতে তাকে কোমা থেকে জাগিয়ে তোলা যায়।

একদিন তার ছেলে ওমরের সঙ্গে হাসপাতালে কারও তর্ক হচ্ছিল। তখন সেই শব্দে হঠাৎ তার মা জেগে উঠেন।

সূত্র: বিবিসি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর