ছাপানো বন্ধ হলো ‘ইন্ডিপেন্ডেন্ট’ পত্রিকার

করোনা ভাইরাস সংকটের কারণে এবার প্রিন্ট মাধ্যমে সংবাদ প্রকাশ বন্ধ করলো বাংলাদেশের জনপ্রিয় ইংরেজি দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা। পত্রিকাটির এক ঘোষনায় জানিয়েছে, কর্মীদের সুরক্ষার কথা চিন্তা করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। তবে বরাবরের মত অনলাইন ভার্সন চালু থাকবে।

পত্রিকাটির নির্বাহী সম্পাদক শামীম এ জাহেদী জানান, মঙ্গলবার (৭ মার্চ) থেকে দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা সাময়িকভাবে বন্ধ থাকবে।

তিনি আরও জানান, করোনা ভাইরাসের পরিস্থিতিতে আমরা আমাদের কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি, তাই বুধবার থেকে আমরা আপাতত মুদ্রণ সংস্করণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও বলেন, করোনা ভাইরাস সঙ্কট কেটে গেলে পরিস্থিতি বিবেচনা করে ইন্ডিপেন্ডেন্ট পুনরায় মুদ্রণ শুরু করবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর