বরগুনায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ

বরগুনায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাছ বাজার, সবজি বাজার, মুদি মনোহারী পট্টি ও ফার্মেসী পট্টিতে সকাল ১১টা থেকে প্রচারনা করেছে র‍্যাব-৮, নৌ বাহিনী ও জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেটগন।

এরপরে পৌর শহরে প্রশাসনের নির্দেশ অমান্য করায় ২০ ব্যবসায়ীকে ও মোটরসাইকেল চালকদের কে ৫৬ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত এছাড়াও এক কসমেটিক্সের দোকানদারকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।

যারা সরকারি আইন মানছেন না তাদের জন্য প্রশাসন কঠোর হয়েছে। এসময় অপ্রয়োজনে ঘড় থেকে বের হওয়া মানুষদেরকে বাড়ি পাঠিয়েছে র‍্যাব ও নৌবাহিনীর সদস্যরা। র‍্যাবের নেতৃত্ব দেন পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার রইছ উদ্দিন।

কেএ/ বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর