১৪ এপ্রিল পর্যন্ত সকল ফ্যাক্টরি বন্ধ রাখার নির্দেশ দিল বিজেএমইএ ও বিকেএমইএ

সরকারের সাধারন ছুটির সাথে মিল রেখে বিজিএমইএ ও বিকেএমইএ’র অন্তর্ভুক্ত সকল কারখানা আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুটি সংগঠনের এক যৌথ বিবৃতিতে এই নির্দেশনা দেয়া হয়।

বলা হয়েছে, যাদের চলমান রফতানি অর্ডার আছে, কার্যক্রম চালু রাখতে তাদের স্ব স্ব ব্যবসায়ী সংগঠন, কলকারখানা পরিদর্শন অধিদফতর ও শিল্প পুলিশকে অবহিত করতে হবে।

এছাড়া, আগামী ১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের মার্চ মাসের বেতন পরিশোধের জন্য মালিকদের প্রতি অনুরোধ করেছে বিজিএমইএ ও বিকেএমইএ।

উল্লেখ্য, নভেল করোনাভাইরাস মহামারির মধ্যে সারা দেশে যখন অবরুদ্ধ অবস্থা চলছে, সেই সময়ে কারখানা খোলার ঘোষণায় বিভিন্ন জেলা থেকে পায়ে হেঁটে ঢাকার পথ ধরেন হাজার হাজার পোশাক শ্রমিক। এই খবর প্রকাশের পর সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এরপরই মালিকদের প্রতি কারখানা বন্ধের আহবান জানিয়েছিল বিজিএমইএ’র সভাপতি রুবানা হক।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর