দিল্লির তাবলীগ থেকেই করোনায় আক্রান্ত সাড়ে ১৪শ’

ভারতের দিল্লীর নিজামুদ্দিন মার্কাজে সরকারের নির্দেশ অমান্য করে তাবলীগের জমায়েত করায় ইতোমধ্যে বেশ সমালোচনা হয়েছে। সেখানে অংশ নেয়া এবং তাদের সংস্পর্শে আসা প্রায় ২৫ হাজার তাবলীগের কর্মীকে নেয়া হয়েছে কোয়ারেন্টাইনে। সোমবার (৬ এপ্রিল) ভারতের গণমাধ্যম এনডিটিভি এই সংবাদ প্রকাশ করে।

গত মাসের শেষের দিকে দিল্লির নিজামুদিন মার্কাজে অংশ নেয়া তাবলিগের এই জামায়েতে দেশ বিদেশের কয়েক হাজার মুসুল্লী অংশ নেয়। ভারতের করোনা ভাইরাসের হট স্পট হিসাবে এই সমাবেশটাকেই চিহ্নিত করা হয়েছে।

সারাদেশে সোমবার (৬ এপ্রিল) পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজারেরও বেশি মানুষ। যার মধ্যে ১৪৪৫ জন দিল্লীর এই সমাবেশের সাথে সংশ্লিষ্ট।

দেশটিতে সোমবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার হাজার ৬৭ জন; যাদের মধ্যে এক হাজার ৪৪৫ জনের সঙ্গে দিল্লির ওই তাবলিগের সংশ্লিষ্টতা রয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর