করোনা সন্দেহে ফমেকের আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু

করোনা সন্দেহে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের (ফমেক) আইসোলেশনে চিকিৎসাধীন থাকা আবু শেখ(৭০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। তার বাড়ি জেলার মধুখালী উপজেলার চর সেবদিয়া গ্রামে।

হাসপাতালের পরিচালক মো. সাইফুর রহমান জানান, আবু শেখ নামে এক রোগি কয়েকদিন আগে কিডনী জনিত সমস্যা নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভর্তি হয়। গতকাল তার করোনা উপসর্গ দেখতে পেয়ে চিকিৎসকরা তাকে হাসপাতালের করোনা আইসোলেশনে এনে ভর্তি করে। এরপর আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। তিনি বলেন, গতকাল তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফা মনোয়ার জানান, আমরা দু’দিন আগে জানার সাথে সাথে ওই এলাকার ৪টি বাড়ির প্রায় ৫০জন সদস্যকে হোম কোয়ারেন্টাইন করে দিয়েছি। এখন লাশ হাসপাতাল থেকে নিয়ে এসেছে। প্রশাসনের মাধ্যমে দাফন করা হবে বলেও তিনি জানান।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর