করোনা আক্রান্তদের ১০ টন খাবার দিলেন বিশ্বকাপজয়ী দুঙ্গা

বিশ্বজুড়ে করোনার ত্রাস ছড়িয়ে পড়ায় বাড়ছে খাদ্য সঙ্কট। বাড়ছে মৃতের সংখ্যাও। আর ব্রাজিলে করোনা আক্রান্তদের মাঝে ১০ টন খাবার বিতরণ করেছেন সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক দুঙ্গা।

অন্যসব দেশের মতো ব্রাজিলও পড়েছে ক্ষতির মুখে। করোনার কবল থেকে রক্ষা পেতে অবরুদ্ধ হয়ে পড়েছে দেশটি। খাদ্যাভাবে দিন কাটাচ্ছে দরিদ্র জনগোষ্ঠী। এই অবস্থায় অসহায় মানুষেল পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলের সাবেক অধিনায়ক দুঙ্গা। করোনার প্রকোপ থেকে বাঁচাতে ১০ টন খাদ্য সহায়তা দিয়েছেন তিনি।

এছাড়া শিশুদের জন্য ডায়াপারও দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে এ খবর জানিয়েছেন দুঙ্গা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর