দেশের সব ইপিজেড বন্ধ ঘোষণা

প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর অংশ হিসেবে দেশের সব ইপিজেডের সব ধরনের কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সাধারণ ছুটির সঙ্গে মিলিয়ে ১৪ এপ্রিল পর্যন্ত ইপিজেডের সব কারখানা বন্ধ রাখা হবে। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা নিতে ইপিজেডগুলোর মহা-ব্যবস্থাপকদের নির্দেশ দেয়া হয়।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলেও জানানো হয় গণমাধ্যমে পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর