সত্যিই কি আয়ুর্বেদেই সেরেছে প্রিন্স চার্লসের করোনা, সামনে আসল চাঞ্চল্যকর তথ্য

কোভিড-১৯ -এর কিছু উপসর্গ দেখা দেওয়ায় ন্যাশনাল হেলথ সার্ভিসের পরামর্শ অনুসারে প্রিন্স চার্লস যিনি সেল্ফ আইসোলেশনে থাকছিলেন, তিনি এখন সুস্থ বলে তার অফিস থেকে জানানো হয়েছে। ক্লেরেন্স হাউস আরও জানিয়েছে ,প্রিন্স অব ওয়েলস এর সুস্থ হওয়ার পিছনে আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক কোনও চিকিৎসা করা হয়েছিল বলে যে দাবি করা হয়েছিল তা মিথ্যা।

কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক গত সপ্তাহে দাবি করেছিলেন, আইজ্যাক মাথাই যিনি ব্যাঙ্গালুরুতে সৌকিয়া আয়ুর্বেদ রিসোর্ট চালান তার কাছে দাবি করেছিলেন,প্রিন্স চার্লসের উপর আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি ‌ চিকিৎসা সফল হয়েছে।

কিন্তু ক্লেরেন্স হাউজের মুখপাত্র জানিয়েছেন, ওই তথ্য একেবারে ভুল। প্রিন্স অব ওয়েলস ইউকের এনএইচএস-এর পরামর্শ মতো চিকিৎসা করিয়েছেন, এছাড়া আর কিছু করানো হয়নি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর