বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১২ লক্ষ ছাড়াল, মৃত্যু ৭০ হাজার

প্রতি মুহূর্তেই মৃত্যুর গ্রাফ ঊর্ধ্বমুখী হচ্ছে নিউ ইয়র্কে। লড়াই এ বার স্পেন থেকে সরছে আমেরিকার দিকে। মার্চ থেকে শুরু হওয়ার পরে করোনায় মৃত্যুর সংখ্যার দিক থেকে স্পেন সবে একটু স্বস্তির শ্বাস ফেলছে। স্পেনে ৬৭৪ জন মারা গিয়েছেন বলে জানা গিয়েছে।

শেষ তথ্য অনুসারে করোনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬৯ হাজার ৪২৮। আক্রান্ত হয়েছে ১২ লক্ষ ৭২ হাজার ৯৫৩।

২৪ ঘণ্টায় আমেরিকায় মৃতের সংখ্যা ১ হাজার ২০০।

মৃত্যুর হার কমেছে ফ্রান্সে। ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৩৫৭ জন।

আমেরিকার সঙ্গে করোনাভাইরাস নিয়ে নানা দ্বন্দ্বের আবহেও নিউ ইয়র্কের জন্য ১ হাজার ভেন্টিলেটর দিয়েছে চিন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর