সন্ধ্যার পর সকল দোকান বন্ধ রাখার নির্দেশ দিলো সিএমপি

করোনা ভাইরাস প্রতিরোধে বৃহত্তর নাগরিক স্বার্থে সন্ধার পর হতে সকল দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

সোমবার (০৬ এপ্রিল) রাত ১২.০৭ মিনিটে গণমাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত নিষেধাজ্ঞার কথা জানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

সিএমপি কমিশনার মাহবুবুর রহমানের নির্দেশনায় উক্ত বিজ্ঞপ্তীতে বলা হয়, করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে নগরবাসীর বৃহৎ স্বার্থে আজ(০৬/০৪/২০২০ খ্রী:) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সন্ধ্যা ৭:০০ ঘটিকা থেকে সকাল ০৬:০০( অর্থাৎ সন্ধ্যা ৭:০০ থেকে সারারাত) পর্যন্ত ওষুধের দোকান ব্যতীত সকল প্রকার দোকান, মার্কেট এমনকি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান ও বন্ধ থাকবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর