দরিদ্র পরিবারের পাশে দাড়ালেন ফুটবলার সাদ উদ্দিন

করোনার কারণে ঘরবন্ধি হয়ে আছেন দেশের ফুটবলাররা। তবে এরই মাঝে অনেকেই এগিয়ে আসছেন গরীব-অসহায়দের পাশে। অন্যান্যদের মতো এবার সিলেটের দক্ষিণসুরমা এলাকার কৃতি ফুটবলার জাতীয় দলের ফুটবলার সাদ উদ্দিন নিজের এলাকার দুস্থ মানুষের পাশে দাড়িয়েছেন। নিজ গ্রামের আশেপাশে তিনটি গ্রামের অসহায়-দরিদ্রদের বাড়ী বাড়ী গিয়ে খাবার সামগ্রী পৌঁছে দেন তিনি।

সাদ নিজে হাতে সবার হাতে সাহায্য পৌছে দেন। রোববার (৫ এপ্রিল) সকাল থেকে দুপুর অব্দী নিজ এলাকা দক্ষিণ সুরমার তিনটি গ্রামের অসহায় মানুষের বাড়ীতে বাড়ীতে যান সাদ উদ্দিন। কখনো সিএনজিতে করে, আবার কখনো হাতা চালিত ভ্যানে করে ছুঁটেছেন নিম্ন আয়ের এসব মানুষের ঘরে। পরম মমতায় নারী-পুরুষদের হাতে তুলে দিয়েছেন নিত্য প্রয়োজনী খাবার সামগ্রী।

নিজের সামর্থ্যের মধ্যে দেওয়ার চেস্টা করেন দেশের এই তারকা ফুটবলার। খাবার সামগ্রী হিসেবে প্রতিটি প্যাকেটে ছিলো চাল, ডাল, তেলসহ নিত্য প্রযোজনীয় পণ্য । তার নিজের গ্রামসহ আশপাশের আরো দু’টি গ্রামের প্রায় অর্ধসহস্রাধিক বাড়ীতে খাবার বিতরণ করেছেন জাতীয় দলের তারকা এই ফুটবলার।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর