করোনা ছড়ানোয় বাংলাদেশের ১২ তাবলিগির নামে ভারতে মামলা

দিল্লির নিজামুদ্দিন মারকাজে কিছুদিন নাগে সরকারের নিরদেশ অমান্য করে অংশ নেয়া ১২ বাংলাদেশির নামেও মামলা রুজু করা হয়েছে। ভারতের উত্তরপ্রদেশ রাজ্য পুলিশ এই মামলাটা দায়ের করেছে।

বিবিসি সুট্রে জানা যায়, এই ১২ বাংলাদেশি দিল্লির তাবলিগ সমাবেশে অংশ নেয়ার পর সেখান থেকে আবার যান উত্তর প্রদেশে। সেই রাজ্যের শামলি জেলার একটি মসজিদ থেকে তাদেরকে আটক করে সরকারি কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। এই ১২ জনের করোনা টেস্ট করে ইতোমধ্যে ২ জনের করোনা পজেটিভ বলে শোনাক্ত হয়েছেন। বাকিদের ফলাফল এখনও আসেনি।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়েছে, যে বিদেশিরা পর্যটক ভিসা নিয়ে ভারতে ঢুকে মারকাজে অংশ নিয়েছেন তাদের প্রত্যেককে কালো তালিকাভুক্ত করে ভারতে প্রবেশ চিরতরে বন্ধ করে দেয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর