করোনা মোকাবিলায় যমুনা গ্রুপ দিল ১০ কোটি টাকা

দেশে চলমান করোনা সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিলে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম।

রোববার (৫ এপ্রিল) বিকালে প্রধানমন্ত্রীর কারযালয়ে যিমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম এই অনুদানের চেক হস্তান্তর করে দেন। প্রধানমন্ত্রীর পক্ষে সেটা গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমাদ কায়কাউস।

চেক প্রধান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে গণভবন থেকে সবার সাথে যুক্ত ছিলেন। তিনি যমুনা গ্রুপের চেয়ারম্যানের সাথ এ বিষয়ে কথাও বলেন।

যমুনা গ্রুপ সরকারের বিভিন্ন বিভাগকে ১৩ হাজার পিপিই, ৭৫ হাজার মাস্ক, ২ হাজার করোনা টেস্ট কিট ও ৩০ হাজার হ্যান্ড স্যানিটাইজার দেবে বলে জানান যমুনা গ্রুপের চেয়ারম্যান।

তিনি আরও জানান, নিজ দেশের মানুষের জন্য কিছু করার অনুভূতি থেকেই সরকারের সব উদ্যোগে সাথে থাকবে যমুনা গ্রুপ। সরকারের সঙ্গে আমাদের সবারই নিজেদের সামর্থ্য অনুযায়ী জনগণের পাশে দাঁড়ানো উচিত।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর