কাঁটাবনের পাখির দোকানীদের কঠোর নির্দেশনা

চলমান করোনা পরিস্থিতিতে রাজধানীর সচচেয়ে বড় পশু পাখির মার্কেট কাঁটাবনের বিভিন্ন দোকানে থাকা প্রাণি ও পাখিদের প্রতি যেন কোনো অবহেলা করা না হয় সে ব্যাপারে দোকান মালিকদের কঠোর নির্দেশনা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

রোববার (৪ এপ্রিল) বিকালে সরেজমিনে কাঁটাবনের বিভিন্ন দোকান ঘুরে তিনি এই নির্দেশ দেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম জানান, ‘কাঁটাবনে পাখি ও বিভিন্ন প্রাণির দোকান মালিকরা দোকান বন্ধ করে চলে গেছেন-পাখি ও প্রাণিগুলো কান্না করছে ‘এমন একটি সংবাদ শোনার পর আজ সরেজমিনে পরিদর্শন করি। সেখানে গিয়ে অধিকাংশ দোকান অর্ধ খোলা পাওয়া যায়। তাদের পর্যাপ্ত খাদ্য দেয়া আছে কিনা সে বিষয়ে খোঁজ-খবর নেই। খাবারের সংকট নেই, তবে যে পরিমাণ আলো বাতাস থাকা প্রয়োজন সেটা কম ছিল। বিভিন্ন পাখি ও প্রাণি যেন খাদ্যের কষ্ট না হয় এবং তাদের প্রতি যেন নির্দয় আচরণ যেন না করা হয় সে নির্দেশ দেই। পাখি ছেড়ে দেয়ার কোন ঘটনা ঘটেনি

বার্তবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর