দামুড়হুদায় অবৈধভাবে বালি উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে শান্তি রহমান নামে এক অবৈধ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

আদালত সূত্রে জানাযায়, দামুড়হুদা উপজেলার ছুটিপুর গ্রামের মৃত ইমাজ উদ্দিনের ছেলে শান্তি রহমান রোববার (৫ এপ্রিল) দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের ছুটিপুর গ্রামের মাঠে অবৈধভাবে বালি উত্তোলন করার অভিযাগের প্রেক্ষিতে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মুনিম লিংকন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এসময় অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ সালের ৪ এর খ ধারায় শান্তি রহমান কে দোষি সাব্যস্থ্য করে ৫০হাজার টাকা জরিমানার করেন। পরে জরিমানার টাকা পরিশোধ করে শান্তি রহমান মুক্ত হয়। আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা নির্বাহী অফিসের সার্টিফিকেট সহকারি জিহন আলি ও দামুড়হুদা মডেল থানার পুলিশ সদস্য বৃন্দ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর