শারিরীক প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন আরমান বাবু রোমেল

করোনা ভাইরাসের প্রভাবে ‘লোহাগাড়ার কোন শারিরীক প্রতিবন্ধী অভূক্ত থাকবে না’ এ শ্লোগান নিয়ে প্রতিবন্ধীদের মাঝে ব্যক্তিগতভাবে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা ও উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান সমাজকর্মী আরমান বাবু রোমেল।

রোববার (৫ এপ্রিল) বিকেলে উপজেলা সদরের তাঁর ব্যক্তিগত কার্যালয়ের সামনে ১৫০ জন শারিরীক প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

আরমান বাবু রোমেল বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে লোহাগাড়া সকল শারিরীক প্রতিবন্ধী বাড়িতে অবস্থান করছে। ফলে কোন শারিরীক প্রতিবন্ধীর কোন সমস্যা দেখা না দেয় সেজন্য খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছি।

এছাড়া ইতোপূর্বে উপজেলার প্রতিটি ইউনিয়নে বাড়িতে বাড়িতে গিয়ে প্রায় ৫ শতা ধিক শারিরীক প্রতিবন্ধীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর