কলারোয়া ডায়াবেটিক হাসপাতালে এমপি মোস্তফা লুৎফুল্লাহর পিপিই প্রদান

সাতক্ষীরার কলারোয়া ডায়াবেটিক হাসপাতালে করোনা সতর্কতায় পিপিই (পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট) প্রদান করলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।

তিঁনি রবিবারর সকাল ১০টার দিকে পৌর সদরের ইউরেকা পাম্পের পাশে অবস্থিত হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ৫ পিস পিপিই ও সার্জিকাল গ্লাভস হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, হাসপাতালের সেক্রেটারি শেখ তোজাম্মেল হোসেন মানিক, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল খায়ের, ব্যবসায়ী নেতা মোস্তফা ফারুকুজ্জামান, ক্রীড়া ব্যক্তিত্ব রমজান আহমেদ, ডা. ইব্রাহিম হাওলাদার, হাসপাতালের ব্যবস্থাপক শেখ বদিউজ্জামান বদরু, ল্যাব. অ্যাসিস্ট্যান্ট নূর জাহান, অফিস সহকারী শেখ তরিকুল ইসলাম, ফিরাজা খাতুন প্রমুখ।

সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ বলেন, করোনা মোকাবেলায় প্রয়োজনে এ হাসপাতালে আরও পিপিই ও অন্যান্য সামগ্রী প্রদান করা হবে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর