করোনা আতঙ্কের জেরে বন্ধ করে দেওয়া হল PUBG!

বর্তমানে Google Play Store বা Apple App Store-এর সবচেয়ে জনপ্রিয় গেম হল এই PUBG। সম্প্রতি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে, আগামী বেশ কিছুদিনের জন্য বন্ধ থাকবে এই গেমের সার্ভার।

ভারতেও বন্ধ করা হচ্ছে এই গেম। এই প্রসঙ্গে টেনসেন্ট গেমস (Tencent Games) ঘোষণা করেছে সারা বিশ্বে কিছু দিনের জন্য বন্ধ করা হচ্ছে এই সার্ভার। ৪ এপ্রিল রাত ১২টা থেকে PUBG সার্ভার বন্ধ থাকবে ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত।

শুধু ভারতেই নয়, বিশ্বের কোনও দেশেই ব্যবহার করা যাবে না এই গেম। করোনাভাইরাসের সংক্রমণে যে ভাবে গোটা বিশ্বে মৃত্যু মিছিল শুরু হয়েছে তা ঠেকাতেই আপাতত লকডাউনে গিয়েছে স্পেন, ইতালি, আমেরিকা, ভারত-সহ শতাধিক দেশ। এই পরিস্থিতিতে তাই কিছু দিনের জন্য PUBG সার্ভার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে Tencent Games।

আরও পড়ুন: লকডাউনের জেরে দূষণ কমলো নদীতেও; ঝকঝকে পরিষ্কার জল বইছে গঙ্গা-যমুনায়!

শুধু PUBG সার্ভারই নয়, ৪ এপ্রিল রাত ১২টা থেকে এই কারণে একাধিক গেম একদিনের জন্য বন্ধ রাখা হয়। যদিও ৫ এপ্রিল রাত ১২টা থেকেই PUBG ছাড়া অন্যান্য মোবাইল গেমগুলির সার্ভার খুলে দেওয়া হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর