মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়ালো কলারোয়া থানা পুলিশ

যারা ‘হাত পাততে’ পারেন না, কিংবা সংকোচে আছেন অথচ তাদের বাস্তবিকই সহায়তা দরকার তাদের পাশে এগিয়ে এলো কলারোয়া থানা পুলিশ। রাতের আধারে চুপিসারে ওই সকল ব্যক্তির বাড়িতে প্যাকেটভর্তি খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ শেখ মুনীর-উল-গীয়াস। নিজের এবং থানার অফিসার ও অন্যান্য পুলিশ সদস্যদের বেতনের একটি অংশের টাকা দিয়ে খাদ্যসামগ্রী প্রদানের ব্যবস্থা করছেন ওসি।

গত কয়েক রাতে গোপনে মহতী এই কার্যক্রম চলে আসলেও প্রকাশ্য জানা যায়নি। রবিবার করোনাভাইরাস প্রতিরোধ সংশ্লিষ্ট কর্মযজ্ঞতা বিষয়ে জানতে চাইলে তাঁর কথার ফাঁকে এ তথ্য উঠে আসে। তবে তিঁনি কারো নাম-পরিচয় জানান নি।

একই সাথে তিঁনি বলেন ‘নিম্নবিত্ত, দিন আনা দিন খাওয়া মানুষ, গরীব, দুস্থদের মাঝে ইতোমধ্যে সরকারি-বেসরকারি-ব্যক্তিপর্যায় থেকে ত্রাণ, খাদ্যসামগ্রী ও অন্যান্য সহায়তা প্রদান করা চলমান রয়েছে। কিন্তু নিন্ম মধ্যবিত্ত, এমনকি মধ্যবিত্ত পরিবার, যারা ‘হাত পাততে’ পারেন না, কিংবা সংকোচে আছেন অথচ এই মুহূর্তে তাদের বাস্তবিকই সহায়তা দরকার তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।’
নাম-পরিচয় গোপন রেখে ওসি শেখ মুনীর জানান, প্রায় তিন শত ব্যক্তির বাড়িতে খাদ্যসামগ্রী পৌছে দেয়া হয়েছে।
এমন যে কেউ ব্যক্তি বা পরিবার তাঁকে (ওসি) জানালে, মোবাইলে ম্যাসেজ দিলে কিংবা থানার অফিসিয়াল ফেসবুকের ম্যাসেঞ্জারে জানালে তিঁনি গোপনে খাদ্যসামগ্রী পৌছে দেয়ার চেষ্টা করবেন -যোগ করেন ওসি।

প্রাণঘাতী করোনাভাইরাস টালমাটাল পুরো বিশ্ব। এর ছোঁয়া লেগেছে বাংলাদেশেও। অঘোষিত লকড ডাউনে স্থবির হয়ে পড়েছে পুরো দেশ। করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবিলায় সরকারকে নিতে হয়েছে সর্বোচ্চ সতর্কতা। অনেক কর্মজীবী বেকার হয়ে পড়েছেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও ওষুধের দোকান ছাড়া প্রায় সব বন্ধ। অন্যান্য নানান পদক্ষেপের মধ্যে জীবন সুরক্ষিত রাখতে সাধারণ জনগণকে বাড়িতে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। কর্মক্ষেত্র বন্ধ থাকার ফলে শুধু নিন্মবিত্ত নয়, অনেক নিন্মমধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারও এখন অসহায় হয়ে পড়েছে।
অনেক গরীব-দুস্থরা সাহায্যের জন্য হাত পাততে পারলেও পারেন না নিন্মমধ্যবিত্তরা। অনিশ্চয়তার মধ্যে সমাজের এই নিম্নমধ্যবিত্ত চাকরিজীবী ও অন্যান্য পেশার লোকেরা অনেক কষ্টে জীবনযাপন করছেন।

তবে সামাজিক আত্মসম্মানের ভয়ে তারা সরকার বা স্থানীয়ভাবে কারও কাছে সাহায্য চাইতে পারছেন না।
তাই ওসি মুনীর-উল-গীয়াসের নেতৃত্বে সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ মধ্যবিত্তদের সাহায্যে এগিয়ে এসেছে।
ওসি মুনীর বলেন- ‘অসহায়, দুস্থ , নিম্ন আয়ের চাকুরিজীবী, নিম্নমধ্যবিত্ত যারা কারো নিকট হাত পাততে পারেন না তাদের সাহায্যের জন্য মোবাইল নম্বসহ ইনবক্স করুন। পরিচয় গোপন রেখে সাধ্যমত সাহায্য করা হবে।’

তিঁনি আরো বলেন- ‘আমরা সবাই নিম্নবিত্ত, গরিব দুস্থ ও খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা করে সাহায্য সহযোগিতা করছি। তবে সমাজের অনেকেই নীরবভাবে জীবনযুদ্ধ করে যাচ্ছেন। তারা কারও কাছে হাত পাততে পারছেন না। তাদের জন্য আমাদের এই উদ্যোগ।’
ওসি মুনীর বলেন বলেন- ‘অতি অসহায় মানুষ যারা কোথাও বলতে পারছেন না তাদের খাদ্য সহায়তা প্রদান করছি, প্রচার বিমুখ হয়ে গোপনে। এমন কেউ থাকলে তাদের আপাতত ৫ কেজি চাল, ১ কেজি ডাল ও ২ কেজি আলু প্রদান করা হচ্ছে।’

তিনি আরো বলেন, বিশ্বাস আর আস্থা নিয়ে মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি। বর্তমান পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর বড় সুযোগ। এই সুযোগ হাতছাড়া করতে চাই না। আমাদের জানালে তাদের জন্য আমরাই হাত বাড়িয়ে দিবো। তাদের নাম-পরিচয় ও ছবি গোপন রাখবো।’

এদিকে, অনুরূপ ভাবে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালও সংকটকালীন এই সময়ে সুবিধাবঞ্চিতদের মধ্যে যারা সরকারি অন্যান্য সুযোগ–সুবিধার জন্য তালিকাভুক্ত হতে লজ্জা বা সংকোচ করছেন তাদের মধ্যে অনেকের ঘরে খাদ্যসামগ্রী প্রতিদিন পৌছে দিচ্ছেন তিঁনি।

ডিসি পেয়ে- ‘লজ্জা না করে Dc Satkhira Mostafa Kamal ফেইজবুক আইডি’র ম্যাসেজ্ঞারে নক করে ত্রাণ চাইতে পারেন বা ত্রাণ সম্পর্কিত সমস্যা সমূহ লিখে জানাতে পারেন। বিতরণ চলমান থাকবে। প্রয়োজনে ইনবক্স করুন। লজ্জা বা সংকোচ করবেন না। সরকার আপনাদের জন্য সহায়তা দিয়েছে। কেউ যেন খাদ্য সংকটে কষ্ট না পায়।’

জেলা প্রশাসক তাঁর সরকারি ফেইজবুক আইডি তে করোনাভাইরাস (কোভিড-১৯) সম্পর্কে সবাইকে বাড়িতে থেকে সচেতন ও সামাজিক দূরত্ব বজায় রাখতে আহবান জানিয়েছেন।

নিজেকে নিরাপদ রেখে নিজ পরিবার ও দেশকে ঝুঁকি মুক্ত রাখতে সকল কে সহোযোগিতা করার আহবান জানান তিনি।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর