দিনাজপুর জেলা আ’লীগের উদ্যোগে ৬০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

করোনাভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন ও দিনমজুর মানুষদের পাশে দাঁড়িয়েছে দিনাজপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। দিনাজপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে ৬০০ পরিবারকে চাল, ডাল, তেল ও আলু বিতরণ করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে দিনাজপুর বাসুনিয়াপট্টিতে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা পর্যায়েও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত আছে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

খাদ্য সামগ্রী পেয়ে মোছা. মরিয়ম বেগম (৪০) বলেন, ‘অনেকেই একাধিকবার খাদ্য সামগ্রী পেয়েছে। আমরা এই প্রথম পেলাম। আমাকে একটা কার্ড দেওয়া হয়েছিল সেই কার্ড নিয়ে বাসুনিয়াপট্টিতে আওয়ামী লীগের অফিসে এসে ১০দিনের খাদ্য সামগ্রী নিয়েছি। এই ১০দিন এই গুলো খেয়েই হয়ত চলতে হবে।’

খাদ্য সামগ্রী বিতরণের সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী বলেন, ‘আমরা আজকে (রবিবার) ৬০০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। দেশের এই সংকটময় মুহূর্তে আমরা দিনাজপুরবাসীর পাশে আছি। আমরা জেলার বাইরেও এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল বলেন, ‘আমরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে করোনাভাইরাসে যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের তালিকা তৈরি করে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছি। আমাদের এই কার্যক্রমে দিনাজপুরের স্থানীয় এমপি-মন্ত্রীরাও সাথে আছেন। তারাও দিনাজপুরের মানুষের খোঁজ খবর নিচ্ছেন। আমরা জেলার বাইরেও প্রতিটি উপজেলায় উপজেলা আওয়ামী লীগের মাধ্যমে এই কার্যক্রম চালাচ্ছি। দিনাজপুরের কোন কর্মহীন মানুষ যেনো খাবারের অভাবে না থাকে আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি।’

খাদ্য সামগ্রী বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বজলুল হক, শিক্ষা বিষয়ক সম্পাদক কামরুল হুদা হেলাল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম শাহ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আব্দুল করিমসহ প্রমুখ।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর