নাম গোপন রাখার শর্তে করোনা তহবিলে নেইমারের দান

সারা বিশ্বই করোনা ভাইরাসে ধুঁকছে। হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন। লাখে লাখে মানুষ আক্রান্ত হচ্ছেন। আর কোয়ারেন্টাইনেতো প্রায় সারা বিশ্বই। এর মাঝেই বিশ্বের নামকরা সব সংস্থা গঠন করছে করোনা মোকাবিলা করার তহবিল।

করোনা তহবিলে দান করছেন বিশ্বের নামকরা সব তারকা। সকল ধরণের তারকাদের মাঝে অনেক ক্রীড়াবিদও আছেন। একইভাবে ব্রাজিলের ফুটবল মহাতারকা নেইমারও করোনা তহবিলে দিয়েছেন অনুদান।

অন্য নামে ব্রাজিলের একটি বেসরকারি টিভি চ্যানেলের মাধ্যমের ইউনিসেফের করোনা ফান্ডে দান করেছিলেন ৭০ হাজার পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি ২২ লাখ টাক। কিন্তু টিভি চ্যানেলটি শেষ পর্যন্ত প্রকাশ করে দেয় নেইমারের এই অনুদান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর