পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশের সব খেলাধুলা বন্ধ

করোনাভাইরাস সময়ের সাথে সাথে এতটাই ভয়ঙ্কর হয়ে উঠছে যে, কোন ধরনের খেলা যে মাঠে গড়াবে তা চিন্তা করাই মুশকিল। এজন্যই দেশের সব ধরণের ঘরোয়া খেলাধুলা ৩১ মার্চ এবং আন্তর্জাতিক খেলাধুলা ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছিল বাংলাদেশ সরকার। এমনটাই ঘোষণা দিয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

এবার অনির্দিষ্টকালের জন্য সব ধরণের খেলাধুলা স্থগিত করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশের সব খেলাধুলা স্থগিত থাকবে।’

সারা বিশ্বের মতো করোনা মহামারি রূপ নিয়েছে বাংলাদেশেও। এরই মধ্যে ৭০ জন আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। আর মৃতের সংখ্যা ৯ জন। এমন অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত দেশের সব খেলাধুলা স্থগিতের পূনরায় নির্দেশ দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর