ইতালি,স্পেন, যুক্তরাষ্ট্রের চেয়ে আমরা এখনও ভাল আছি: সেতুমন্ত্রী

মহামারী করোনায় বাংলাদেশ এখনও উন্নত বিশ্বের দেশগুলোর চেয়ে ভাল অবস্থানে আছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (৪ মার্চ) তার সংসদ ভবনের বাসভবনে বাসভবনে আয়োজিত এক সংবাদ সন্মেলনে তিনি এসব কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, আল্লাহর রহমতে আমরা ইতালি, ফ্রান্স,স্পেন, যুক্তরাষ্ট্রের চেয়ে এখনও ভাল আছি। মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ৩১টি নির্দেশনা মেনে আমরা সবাই মিলে এই অদৃশ্য শত্রু রুখে দিতে কাজ করছি। সুদিনের প্রত্যাশায় আজকের সাময়িক কষ্ট মেনে চলতে হবে,এটা যেন আমাদের মাথায় থাকে।

মন্ত্রী আরও বলেন, এ ব্যপারে আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করতে হবে। দলীয় নেতাকর্মীদের কাছে আমার আহ্বান, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও জানান, পরিবর্তিত পরিস্থিতিতে ১১ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। জনস্বার্থের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর