কক্সবাজার সৈকতের সেই ডলফিনগুলোকে মেরে ফেলছে জেলেরা

সম্প্রতি পর্যটকহীন কক্সবাজার সমুদ্র সৈকতে কিছু ডলফিনের খেলা করার ভিডিও ভাইরাল হয়ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার সেই ডলফিনগুলোই জেলে দের ফাঁদে আটকা পড়ে মরে ভেসে আসছে কক্সবাজারের বিভিন্ন উপকূলে। জেলেদের উৎপাতে কয়েকদিন ধরে উপকূলেও দেখা যাছিলো না ডলফিনগুলোকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহার শিকারের জন্য ডলফিনেরা মাছের পালের পেছনে থাকে। জেলেরাও বিষয়টা ভাল করে জানে। তাই সুবিধামত মাছধরার জন্য জেলেরা সাগরের ডলফিনের চারপাশে জাল দিয়ে ঘিরে ফেলে। এসময় জেলেদের জালে আটকা পড়ে ডলফিনগুলো মারা যাচ্ছে।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে টেকনাফের শাপলাপুর সৈকতেও একটি বড় মৃত ডলফিন ভেসে আসে। ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে দেখা গেছে।

গত ২৩ মার্চ থেকে জনমানবশূণ্য কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে একদল ডলফিন নীল সাগরের পানিতে দাপিয়ে বেড়াচ্ছিল। ১০/১২টি ডলফিনের দলটি ওইদিন সকাল থেকেই খেলছিল সেখানে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর