জোরপূর্বক নেওয়া ১২৫ বস্তা চাল ফেরত দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

রাতের আঁধারে জোরপূর্বক নিয়ে যাওয়া ১২৫ বস্তা সরকারি চাল নিয়ে ফিয়েছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক। শুক্রবার (৩ এপ্রিল) বিকালে ৩ নং ওয়ার্ড কাউন্সিলর লায়েকের বাসা থেকে চালগুলো উদ্ধার করা হয়। সিটি করপোরেশনের গাড়িতে করে চালগুলো নিয়ে আসেন হুয়ানায়ুন কবির ও পিন্টু রায় নামের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের দুই কর্মকর্তা।

সিলেট সিটি করপোরেশন (সিসিক) জানায়, গত বুধবার রাত ১১টার দিকে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক জোর করেই ১২৫ বস্তা চাল নিয়ে যান।

সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা মাহবুব হোসেন জানান, ওই রাতে ত্রাণ গ্রহণের ঝামেলা থাকায় গাড়িতে থাকা ১২৫ বস্তা চালের গাড়িটি নিয়ম না মেনে নিয়ে যান ওই কাউন্সিলর। বিষয়টি বিদ্যুৎ শাখার নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনকে জানিয়ে ১২৫ বস্তা চাল নিয়েছেন মর্মে উপস্থিত ওই কাউন্সিলরের স্ত্রীর স্বাক্ষর রেখেছি।

জোর করে ত্রাণের চাল আনার বিষয়টি অস্বীকার করে কাউন্সিলর লায়েক বলেন, আমি ওখানে যাইনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর