‘তেলাপিয়া মাছে করোনা ছড়ায় না’

তেলাপিয়া মাছের মাধ্যমে কোনভাবেই করোনা ভাইরাস ছড়ায় না বলে দাবি করেছে ‘বাংলাদেশ তেলাপিয়া ফাউন্ডেশন’।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করেন ‘বাংলাদেশ তেলাপিয়া ফাউন্ডেশন’ এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) এর সাবেক মহাপরিচালক ড. মো. গোলাম হোসেন।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা সাম্প্রতিক কিছু নেতিবাচক প্রচার দেখেছি যে, তেলাপিয়া করোনা ভাইরাসকে মানুষের মধ্যে ছড়িয়ে দেয়। তাই অনেক ভোক্তা স্থানীয় বাজার থেকে তেলাপিয়া মাছে কিনছেন না কিংবা মাছ খাওয়া ছেড়ে দিচ্ছেন। ফলস্বরূপ, তেলাপিয়া মাছ চাষীরা তাদের পণ্য বিক্রি করতে না পারায় দিনে দিনে হতাশ হয়ে পড়ছে এবং এই মাছ চাষে আগ্রহ হারিয়ে ফেলছে। এই অবস্থা চলতে থাকলে শীঘ্রই বাংলাদেশে তেলাপিয়া চাষে ধস নামবে। অনেক তেলাপিয়া চাষী এবং ব্যবসায়ী এই বিষয়টি সম্পর্কে আমাদের অবহিত করেছেন। এই নেতিবাচক প্রচারণার বিরুদ্ধে আমরা বাংলাদেশ তেলাপিয়া ফাউন্ডেশন (বিটিএফ) এর পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বাংলাদেশের সর্বসাধারণ জনগণকে আশ্বস্ত করছি তেলাপিয়া মাছের মাধ্যমে কোনভাবেই করোনা ভাইরাস ছড়ায় না। পাশাপাশি এই ধরণের নেতিবাচক প্রচারণা থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর