দেশের স্বাস্থ্য খাত ভেঙে পড়েছে : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনা পরিস্থিতিতে দেশের স্বাস্থ্য খাত ভেঙে পড়েছে।

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপাসনের রাজনৈতিক কার্যালয়ে অনলাইনে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

এ সময় লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে আর্থিক প্রণোদনা তুলে দেয়া ও সাময়িকভাবে কৃষি ঋণ মওকুফের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, আমরা কতগুলো প্রস্তাব রাখছি। যে প্রস্তাবে কিছু আছে স্বল্পমেয়াদি, কিছু আছে মধ্যেমেয়াদি এবং কিছু আছে দীর্ঘমেয়াদি।

মির্জা ফখরুল বলেন, অবিলম্বে নিম্ন আয়ের মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবস্থা করতে হবে। সঙ্কট এড়াতে পণ্য সামগ্রীর বদলে নগদ অর্থ দিতে হবে। এপ্রিল, মে ও জুন এ তিন মাসে বাড়ি বাড়ি গিয়ে জনপ্রতি ১৫ হাজার টাকা দিতে হবে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর