করোনা মোকাবেলায় বিশাল অঙ্কের টাকা দিলেন নেইমার

বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বিপক্ষে লড়তে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে অনেক সামর্থ্যবান মানুষই। খেলোয়াড়রাও তার বিকল্প নয়, যে যার সাধ্যমত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন।

এবার সেই তালিকায় যুক্ত হলেন ব্রাজিলিয়ান পোস্টারবয় নেইমার জুনিয়র। করোনার বিরুদ্ধে লড়াইয়ে ৯ লাখ ৫০ হাজার ডলার দান করেছেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা। বাংলাদেশি মুদ্রায় যেটা ৮ কোটি ৬৪ লাখ টাকার বেশি।

নেইমার তার এই অনুদানটি দুই অংশে ভাগ করে দুই জায়গায় দিয়েছেন। একটা অংশ গেছে ইউনিসেফের ফান্ডে। আরেকটা অংশ তাঁর নিজ দেশ ব্রাজিলে কোভিড-১৯ মহামারি ঠেকাতে গড়া একটি ফান্ডে।

ব্রাজিলিয়ান তারকা নেইমার অবশ্য এই দানের বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন। কিন্ত ব্রাজিলের টেলিভিশন চ্যানেল এসবিটি বিষয়টি প্রকাশ করে দেয়। একই সঙ্গে পিএসজি ফরোয়ার্ডের দানের অঙ্কটাও জানিয়ে দিয়েছে তারা।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর