করোনা টেস্ট করতে ৬১ জনের নমুনা নিল ময়মনসিংহ মেডিকেল

করোনা ভাইরাস শনাক্ত করতে তৃতিয় দিনের মত কার্যক্রম চালিয়ে যাচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ। শুক্রবার (৩ এপ্রিল) কলেজটির মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে প্রায় ৬১টি নমুনা জমা হয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মতো বিভাগের প্রতিটি উপজেলা থেকে কমপক্ষে দুটি করে নমুনা সংগ্রহের অংশ হিসেবে এই ৬১টি নমুনা এসেছে।

ময়মনসিংহ মেডিকেলল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্ত রঞ্জন দেবনাথ জানান, জামালপুর থেকে ১০টি, শেরপুর জেলা থেকে ১০টি, নেত্রকোনা থেকে ১৬টি এবং ময়মনসিংহ জেলার ২৫ ব্যক্তির নমুনা মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে এসে পৌঁছেছে। ইতোমধ্যে ল্যাবে পরীক্ষার কাজে নিয়োজিত চিকিৎসক ও টেকনিশিয়ানরা কাজ শুরু করেছেন

এদিকে, মাইক্রোবায়োলজির বিভাগীয় প্রধান ডা. সালমা আহমাদ জানান, শুক্রবারসহ গত ৩ দিনে ৬৮ ব্যক্তির নমুনা ল্যাবে এসেছে। এর আগে ২ দিনে ৭ জনের নমুনা পরীক্ষা শেষে আইইডিসিআরে রিপোর্ট পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর