দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তিত খালেদা জিয়া

কারাগার থ্যেকে সাময়িক মুক্তি পাওয়া বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়া কারাগার থেকে বের হওয়ার পরই কোয়ারেন্টাইনের আছেন গুলশানের ‘ফিরোজায়’। শারীরিক নানা ধরণের জটিলতায় ভোগা সাবেক এই প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, নিয়মিত টিভি ও পত্রিকায় খবর দেখেন তিনি। সংবাদ মাধ্যমে দেশের এই পরিস্থিতি দেখে তিনি খুবই চিন্তিত।

পরিবার জানায়, দুই-তিন দিন পরপর খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত ৬ সদস্যের মেডিকেল বোর্ড উনার সঙ্গে দেখা করছেন। লন্ডন থেকে তত্বাবধান করছেন তার পূত্রবধু ডা. জোবায়দা রহমান।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের অন্যতম চিকিৎসক ডা. জাহিদ হোসেন জানান, কোয়ারেন্টিনে থাকার কারণে এখন প্রধান কাজ হল ম্যাডামকে একা থাকতে দেয়া। উনি আগের চেয়ে মানসিকভাবে ভালো আছেন। তবে দীর্ঘদিন ধরে যথাযথ চিকিৎসা না পাওয়ায় তার পুরনো রোগগুলো জটিল আকার ধারণ করেছে। বর্তমানে আগের ওষুধগুলোই চলছে। কোয়ারেন্টিন শেষ হলে পরীক্ষা-নিরীক্ষার পর নতুন করে ওষুধ দেয়া শুরু হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর