নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ করলেন রাবি ছাত্রলীগ নেতা

করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে নিজ উদ্যোগে একশ পরিবারের মাঝে ত্রান বিতরণ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা।

শুক্রবার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের ছোট বনগ্রামে এসব ত্রান সামগ্রী বিতরন করেন শাখা ছাত্রলীগের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব

ত্রাণ হিসেবে প্রতিটি পরিবারে ৩ কেজি চাল, ১ কেজি ডাল, হাফ লিটার তেল, ২ কেজি আলু, লবন ও সাবান দেয়া হয়৷

আসাদুল্লাহ হিল গালিব বলেন, আমি ছোটো বনগ্রামে থাকি, এখানকার বেশিরভাগ মানুষই একেবারে গরিব। অনেকেই অন্যের বাসায় কাজ করে, রিকশা ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে। সবকিছু বন্ধ থাকায় তাদের কাজও বন্ধ আছে, তারা সরকারি ত্রাণও ঠিকঠাকভাবে পাচ্ছে না, সেজন্যই ক্যাম্পাস যেহেতু বন্ধ তাই নিজের হাত খরচও লাগছে না সেই হাত খরচ ও পরিবারের সহযোগিতা নিয়ে কিছু ত্রাণ বিতরণ করেছি।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর