আগে জীবন বাঁচান, ধর্ম পরে: নুসরাত

দিল্লির নিজামুদ্দিন মারকাজে তবলিঘি জামাত নিয়ে উত্তাল গোটা দেশ। মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন প্রায় ৯ হাজার মানুষ। যাঁদের মধ্যে সিংহভাগের শরীরেই থাবা বসিয়েছে COVID-19।

যার জেরে আরও আক্রান্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। লকডাউনে নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমায়েতের গুরুতর অভিযোগ উঠেছে ধর্ম প্রচারকদের বিরুদ্ধেও। সেই নিজামুদ্দিন কাণ্ড নিয়ে এবার সরব হলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান।

এবার ওই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী ও লোকসভার সংসদ সদস্য নুসরাত জাহান। এক জাতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, দেশে নানা ধর্মের মানুষের বাস। এই মুহূর্তে কেউ কোনো অনুষ্ঠানে অংশ নিচ্ছে না। মারকাজের ঘটনা আমাদের অনেকটা পিছিয়ে দিয়েছে।’

নুসরাত আরও বলেন, ‘আমাদের দেশ একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি হাত জোড় করে মানুষের কাছে অনুরোধ করছি, এখন রাজনীতি, ধর্ম ও জাত নিয়ে কোনো কথা না বলতে। গুজব না ছড়িয়ে এখন বাড়িতে থাকাই ভালো। কোয়ারেন্টিনে থাকুন। জীবন বাঁচান, ধর্ম পরে আসবে।’

শুধু তাই নয়, তৃণমূলের এই সাংসদ বলেন, ‘এই পরিস্থিতিতে হিন্দু-মুসলিম রাজনীতি না করে সরকারি নির্দেশ মেনে চলা উচিত। এখন এই সমস্যাটাকে (করোনাভাইরাস) গুরুত্ব দিন। কারণ রোগ কিন্তু ধর্মকে আক্রমণ করে না। আমাদের জন্য এই সময়টা খুব স্পর্শকাতর আর যে কোনো ধর্মেরই আপনি হন, আপনার এই ভয়ঙ্কর ভাইরাসকে বোঝা উচিত।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর