করোনা পরীক্ষায় ২০ লাখ টাকার কিট দিচ্ছে সাকিব ফাউন্ডেশন

প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে এগিয়ে এসেছে ক্রিকেট তারকা সাকিব আল হাসান। তার ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’ ২০ লাখ কিট সরবরাহ করা। নিজের ফেসবুক পেইজে এ তথ্য জানিয়েছেন সাকিব নিজেই।

কিট তৈরীতে সহায়তা করবে কনফিডেন্স গ্রুপ।

দেশসেরা এ ক্রিকেটার নিজের টাইমলাইনে লিখেন, ‘আমি খুবই গর্বের সাথে আপনাদের জানাচ্ছি যে, কনফিডেন্স গ্রুপ সাকিব আল হাসান ফাউন্ডেশনের সাথে এক হয়ে সর্বমোট ২০ লাখ টাকার একটি ফান্ড গঠনে সহায়তা করেছে। ফান্ডের এই অর্থ দিয়ে দেশের বেশ কিছু স্বনামধন্য হাসপাতাল ও মেডিকেল ইনস্টিটিউটে কিট সরবরাহ করা হবে। আমি কনফিডেন্স গ্রুপের সাথে একজোট হয়ে মানুষের জীবনে পরিবর্তন আনার লক্ষ্যে আরও কাজ করার ইচ্ছা প্রকাশ করছি।’

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর