লকডাউনের অনিশ্চয়তায় বাড়ছে মানসিক অসুস্থতা!

দেশে করোনাভাইরাস থাবা বসানোর পর একদিকে যেমন বাড়ছে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা, তেমনই উল্লেখযোগ্য হারে বাড়ছে মানুষের মধ্যে মানসিক অসুস্থতার লক্ষণ।

ইন্ডিয়ান সায়াকিয়াট্রি সোসাইটির করা সাম্প্রতিক সমীক্ষায় এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মানসিক অসুস্থতায় ভুগছেন এমন মানুষের সংখ্যা এক লাফে ২০ শতাংশ বেড়েছে করোনা আতঙ্কের মধ্যে। গবেষণায় দেখা গিয়েছে পাঁচ জনের মধ্যে এক জন ভারতীয় মানসিক অসুস্থতার শিকার। করোনা প্যানডেমিকের কবলে একদিকে যেমন বিশ্ব স্বাস্থ্য এবং অর্থনীতি, তেমনই গভীরভাবে ক্ষতিগ্রস্ত মানুষের সাধারণ লাইফস্টাইল। আর এই সবেরই মিশ্র প্রভাব পড়েছে মানসিক স্বাস্থ্যের উপরও।

সমীক্ষায় দেখা গিয়েছে ১৫ থেকে ২০ শতাংশের এই আচমকা বৃদ্ধি ঘটেছে গত এক সপ্তাহে। একদিকে যেমন করোনা সংক্রমণের চাপা ভয়, তেমনই রয়েছে দীর্ঘ সময়ের লকডাউনের জন্যে চাকরি হারানোর উত্‍কন্ঠা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর