ভারতের নামী হাসপাতালের চিকিৎসক করোনায় আক্রান্ত

ভারতের একটি নামী সরকারি হাসপাতালের একজন সিনিয়র আবাসিক চিকিৎসক করোনায় আক্রান্ত। এ নিয়ে দিল্লি শহরে ৭ জন ডাক্তারের শরীরে পাওয়া গেল করোনা।

৩০ বছর বয়সী ওই ডাক্তার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স হাসপাতালে (এইমস) কর্মরত। তবে কীভাবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হলেন তা এখনো জানা যায়নি।

এইমস-এর সাইকোলজি ডিপার্টমেন্টের এই ডাক্তারকে নতুন প্রাইভেট ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ওই ডাক্তারের পরিবারকেও টেস্টের জন্য কোয়ারেন্টাইন করা হয়েছে।

ভারতে এই মুহূর্তে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ১৯৬৫ জন। মারা গেছেন ৫০ জন। দেশে করোনা ভাইরাস ছড়াচ্ছে এমন ২০টি হটস্পটকে চিহ্নিত করেছে কেন্দ্র।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর