স্বাস্থ্য অধিদফতরের পরিচালকের ভুল বিবৃতি!

স্বাস্থ্য অধিদফতরের করোনা নিষয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বৃহস্পতিবার (২ এপ্রিল) পরিচালক জানান, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রতি উপজেলা থেকে দুজনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের। তবে প্রধানমন্ত্রী এই নির্দেশনাটি দেননি বলে জানা গেছে। বিষয়টি ভুলক্রমে সঠিকভাবে উপস্থাপন না হওয়ায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জানানো হয়, ‘আজ ২ এপ্রিল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভুলক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রতিটি উপজেলায় দুটি করে করোনাভাইরাস পরীক্ষার নমুনা সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছিল। প্রকৃতপক্ষে গতকাল ১ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন চিকিৎসক পেশাজীবী সংগঠন এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রতিনিধির উপস্থিতিতে একটি সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে করোনাভাইরাস পরীক্ষার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার পরামর্শ দেয়া হয়। ফলে দেশে করোনাভাইরাসের সংক্রমণ সম্পর্কে অধিকতর সঠিক ধারণা সৃষ্টি হবে বলে মত প্রকাশ করা হয়। এর প্রেক্ষিতে নমুনা সংগ্রহ পরীক্ষার সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত এবং কার্যক্রম গৃহীত হয়। বিষয়টি সঠিকভাবে উপস্থাপন না হওয়ায় স্বাস্থ্য অধিদফতর আন্তরিকভাবে দুঃখিত।’

বিজ্ঞপ্তিটিতে আরও বলা হয়, ‘আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মহানগরীর নয়টি এবং ঢাকার বাইরে পাঁচটি পরীক্ষাকেন্দ্র পরীক্ষা করেছে। দেশের বিভিন্ন বিষয়ের পরীক্ষাকেন্দ্র কর্তৃক ১০০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আইইডিসিআর পৃথকভাবে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১০০টি নমুনা সংগ্রহ করেছে। মোট ৪৬৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর