করোনা: বাঁচার আশা কম থাকলে দেওয়া হবে না চিকিৎসা!

হু হু করে বাড়ছে নভেল করোনাভাইরাসে যুক্তরাজ্যে মৃত্যুর সংখ্যা। এখন পর্যন্ত সেখানে মারা গেছেন ২ হাজার ৯২১ জন। এই ভাইরাসে দেশটিতে আক্রান্ত হয়েছেন অন্তত ৩৪ হাজার মানুষ।

এমন কঠিন সময়ে কঠিন একটি সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্যের ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।
করোনাভাইরাসে আক্রান্ত যাদের সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম, তাদের করোনা চিকিৎসা না দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে।

বিএমএ’র গাইডলাইনে বলা হয়েছে, বৃদ্ধ রোগী যাদের বাঁচার সম্ভাবনা খুব ক্ষীণ, তাদের ভ্যান্টিলেটর থেকে সরিয়ে ফেলা হবে, যাতে করে বেশি খারাপ অবস্থা নয় এমন স্বাস্থ্যবান রোগীদের দেওয়া যেতে পারে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর