লকডাউনে বিপদে পড়লেন সাদমান

করোনার থাবায় বন্ধ সব ধরনের ক্রিকেট আসর। বাসায় বসে সময় কাটছে সকল ক্রিকেটারদের। সাধারন মানুষের মতো বিপদে পড়ছে টাইগার ক্রিকেটাররাও।

তবে সে বিপদ টা যেন একটু বেশী তরুন ওপেনার সাদমান ইসলামের। আঙুলের চোটের অস্ত্রোপচার শেষে অস্ট্রেলিয়া থেকে ফিরে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে ছিলেন জাতীয় দলের এই বাঁহাতি ওপেনার।

তবে কোয়ারেন্টাইন শেষেই পড়েছেন উটকো এক ঝামেলায়, না এবার চোট নয় বরং হাতের ব্যান্ডেজ খোলার জন্যও বাইরে যেতে পারছেন না।

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিহতে দেশ অনেকটা অঘোষিত লকডাউন অবস্থায় আছে, বিনা প্রয়োজনে বাইরে বের না হওয়ার নির্দেশ সরকারের। অন্যদিকে জনসমাগমের হাসপাতালে যাওয়াটাই ঝুঁকির মনে হচ্ছে সাদমানের কাছে। ফলে বিসিবি চিকিৎসকের পরামর্শে ব্যান্ডেজ না খুলেই সময় কাটাতে হচ্ছে বাঁহাতি এই ব্যাটসম্যানকে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর