করোনা: চুয়াডাঙ্গায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা

করোনার প্রাদুভার্ব রোধে চুয়াডাঙ্গা জেলা শহরসহ জেলার দামুড়হুদা, দর্শনার আশপাশ এলাকা লকডাউন। সড়কে মানুষের চলাচল একেবারে নেই বললেই চলে। বন্ধ রয়েছে দোকানপাট।

মানুষকে ঘরে রাখতে অব্যাহত রয়েছে সেনাটহল। সেই সঙ্গে সঙ্কট মোকাবিলার প্র¯‘তিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে জেলা প্রশাসন। তবে টানা এই লকডাইনের কারনে বিপাকে পড়েছে জেলার নিম্ন আয়ের মানুষগুলো।

সরেজমিনে ঘুড়ে দেখা যায়, জেলার দর্শনাসহ পাশ্ববর্তী এলাকার অধিকাংশ নিম্ন আয়ের মানুষেরা নানা সমস্যায় ভুগছেন। কোনো কোনো ভ্যান, রিক্সা চালকেরা ঠিক মত দিন মজুরী না হওয়াই মানবেতর জীবনযাপন করছে।

জেলার দর্শনা বাজারের ভ্যান, রিক্সা চালকদের সঙ্গে কথা বলে এমনটায় জানা গেছে। তবে তারা আশাবাদি লকডাউন কেটে গেলে তারা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর